জবি করেসপন্ডেন্ট
ঢাকা: সরকারি চাকুরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে সাইকেল র্যালি করেছে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।
রোববার (১১মার্চ) সকালে র্যালি শেষে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে বক্তরা বলেন, কোটা ব্যবস্থায় চরম বৈষম্যের শিকার হচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। একটি দেশের ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
এছাড়া কোটা ব্যবস্থায় চাকুরিতে প্রবেশের সময় সীমাতে বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করেন। তারা আরো বলেন, বাংলাদেশ সংবিধানের ১৯(১), ২৯(১) ও ২৯(২) অনুচ্ছেদ চাকুরীর ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে।
কিন্তু বাস্তবে তা দেখা যায়না চলছে চরম বৈষম্য। মেধাবীরা মূল্যায়ন পাচ্ছে না। এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর পক্ষ কোটা সংস্কারের পক্ষে পাঁচটি দাবি তুলে ধরেন।
আগামী ১৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় ও সারা বাংলাদেশের প্রতিটি জেলা প্রশাসক (ডিসি) অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। সমাবেশ শেষে বক্তরা সাধারণ শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করেন কোটা প্রথার সংস্কারের দাবিতে সমর্থন চান।
সারাবাংলা/জেআর