Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানের নতুন প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৩:২১

জাপানের মন্ত্রিপরিষদের সাবেক মুখ্যসচিব ইয়োশিহিদে সুগাকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছে জাপানের পার্লামেন্ট। খবর বিবিসি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে তার এ অবস্থান নিশ্চিত হয়।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব অর্জন করেন তিনি।

এ ব্যাপারে বিবিসি জানায়, শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইয়োশিহিদে সুগা আবের নীতি অনুযায়ী দেশ পরিচালনার কাজ করবেন।

এদিকে, ১৯৭৩ সালে টোকিও হোসেই নৈশ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ইয়োশিহিদে সুগার জন্ম হয় এক কৃষক পরিবারে। নিজের উপার্জিত অর্থে পড়াশুনা করা সুগা ১৯৮৬ সালে এলডিপিতে যোগদান করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে কানাজাওয়া প্রদেশ থেকে সাংসদ নির্বাচিত হন। শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের পুরো সময়জুড়ে মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্ব থাকা ৭১ বছর বয়সী সুগা সরকারের নীতি নির্ধারকের ভূমিকায়ও ছিলেন।

প্রসঙ্গত, অসুস্থতার কারণে শিনজো আবের পদত্যাগের পর তার দল থেকে প্রধানমন্ত্রীর হওয়ার প্রতিযোগিতায় নামেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলটির অন্যতম নীতি নির্ধারক ফুমিও কিশিদা এবং শিনজো আবের আর্শীদবাদপুষ্ট ও দীর্ঘদিনের মন্ত্রীপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা।

ইয়োশিহিদে সুগা জাপান নতুন প্রধানমন্ত্রী শিনজো আবে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর