Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন


১৬ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:২২

ঢাকা: অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরের পর ছুটি স্থগিতের শর্তে সোহরাব হোসাইনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া (যা আগে ঘটে) পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সোহরাব হোসাইন চাকরি জীবনে বিসিএস প্রশাসন একাডেমিক সেক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেছেন।

চেয়ারম্যান পিএসসি সোহরাব হোসাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর