Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ফের নদীর পানি বেড়ে প্লাবিত ১০ গ্রাম, ভাঙ্গনও তীব্র


১৬ সেপ্টেম্বর ২০২০ ২০:৩০ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৩

কুড়িগ্রাম: বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি আবারও বেড়েছে। এতে জেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে এবং নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে (১৬ সেপ্টেম্বর) ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারোডোব এলাকায় বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাটিতে পানি কম থাকায় ধরলায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে বন্যা পরিস্থিতির সঙ্গে নদী ভাঙ্গনও তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় ৩ দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ৪র্থ দফায় নদ- নদীর পানি বাড়ার কারণে চিন্তিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে। বুধবার বিকাল ৩টায় ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামি কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রামে বন্যা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি প্লাবিত ১০ গ্রাম