এএফসি হেলথ‘র ১৭ কোটি টাকার আইপিও অনুমোদন
১৭ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪৫
ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য এএফসি হেলথ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা করবে।’
উল্লেখ্য, এএফসি হেলথের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা, শেয়ারপ্রতি সম্পদ (এএভিপিএস) ১৩ টাকা ১৩ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি ও ইমপেরিয়াল ক্যাপিটাল।