Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবম পে কমিশন গঠনের দাবি সরকারি কর্মচারীদের


১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৪

ঢাকা: অবিলম্বে নবম পে কমিশন গঠনসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সরকারি ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য এই দাবি তুলে ধরা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ লিখিত বক্তব্যে এই দাবি জানান।

মহাসচিব তার বক্তব্যে বলেন, নবম পে কমিশন গঠনসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, বেতন বৈষম্য দূর করতে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশের জায়গায় ২০ শতাংশ নির্ধারণ, সচিবালয়ের মতো সমকাজে সমমর্যাদা ও পদবী পরিবর্তন, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে শূন্য পদ রাজস্ব খাতে নিয়োগ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, আগের মতো শতভাগ পেনশন প্রদানসহ পেনশন গ্রাচ্যুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি এম এ মান্নান, নিজামদ্দিন পাটোয়ারী, সেলিম ভূইয়া, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ ও মোজাম্মেল হক।

১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড নবম পে কমিশন পাঁচ দফা দাবি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর