ডেমরায় ওয়ালটনের শো রুম উদ্বোধন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী
১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:২৬
নারায়ণগঞ্জ: রাজধানীর ডেমরায় ওয়ালটন প্লাস শো রুমের শুভ উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডেমরার মীরপাড়া এলাকায় হাজী জামির আলী সুপার মার্কেটে এ শো রুমের উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার মতো দেখতে হবে। ব্যবসা না করলে রাজনীতি করবেন কি করে, বসে খাবেন তা চলবে না। চাঁদাবাজি করা যাবে না। সুতরাং রাজনীতির পাশাপাশি ব্যবসা করবেন। যাতে আপনি রাজনীতিও ভালো মতো করতে পারেন, ব্যবসাও ভালো করতে পারেন। দুইটাই পাশাপাশি করতে হবে। নইলে আপনার রাজনীতি টিকবে না। আমার রাজনৈতিক নেতাকর্মীরা যারা ব্যবসা করবেন তাদের আমি উৎসাহিত করবো। সবাই ব্যবসা করবেন।’
রাজ ইলেকট্রনিক্সের স্বত্তাধিকারী বিধান কৃষ্ণ রায়ের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা রবি রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেলসহ অনেকে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় যমুনা ব্যাংক লিমিটেডের শাখা পরিদর্শন করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। এসময় যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিনসহ ব্যাংকের অন্য কর্মকর্তারা বস্ত্র ও পাটমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানসহ অনেকে।
ওয়ালটন প্লাস গোলাম দস্তগীর গাজী ডেমরা বস্ত্র ও পাটমন্ত্রী শুভ উদ্বোধন