Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের প্রশিক্ষণ দেবে সরকার, উদ্বোধন হলো গ্রিসে


১৮ সেপ্টেম্বর ২০২০ ০৮:৫৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ০৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে সরকার বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদেরকেও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, গ্রিসের রাজধানী এথেন্সে রান্নার ওপর প্রাথমিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হলো। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এই কার্যক্রম পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রন্ধনশৈলী বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে গ্রিসের শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘আইইকে ডেলটা’ এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। গ্রীসে প্রবাসী ১৫ জন বাংলাদেশি তরুণ-তরুণী রন্ধন শিল্পের ওপর এই মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থানমন্ত্রী বলেন, বাহরাইন ও সৌদি আরবে শিগগিরই এরকম প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিদেশে বসবাসরতদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমে নতুন নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সবসময় প্রবাসীদের পাশে রয়েছে উল্লেখ করে তিনি যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষ কর্মী হিসেবে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, দক্ষ কর্মী তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণকে হতে যবে যথাযথ ও বাস্তবসম্মত, যেন প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থান নিবিড়ভাবে যুক্ত থাকে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যমান শ্রমবাজারের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাসরীন জাহান, আইইকে ডেলটা’র প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আলেক্সান্দ্রা কারানতালি ও দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. খালেদ।

প্রবাসী বাংলাদেশি প্রশিক্ষণ বিদেশে অবস্থানরত বাংলাদেশি মন্ত্রী ইমরান আহমদ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর