Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার খুনিদের রাহুলের ক্ষমা


১১ মার্চ ২০১৮ ১৭:০৩

সারাবাংলা ডেস্ক

বাবার খুনিদের ক্ষমা করলেন রাজীব গান্ধীর পুত্র রাহুল গান্ধী। সিঙ্গাপুরে আজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)-এর অ্যালামনাইদের সভায় আজ (রোববার) এ কথা বলেন কংগ্রেসের এ সভাপতি।

১৯৯১ সালের ২১ মে চেন্নাইয়ে একটি নির্বাচনী জনসভায় এলটিটিই-র আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় রাজীব গান্ধীর। রাহুলের তখন ২১ বছরের যুবক।

রাহুল জানান, বাবার যে জীবনের ঝুঁকি রয়েছে এ বিষয়ে তিনি সচেতন ছিলেন। তিনি আরও বলেন, বাবার মৃত্যু তাকে জীবন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি দিয়েছিল। তা হলো, সারাদিন ধরে যদি ১৫ জন নিরাপত্তারক্ষীও ঘিরে থাকে, তবেও নিজেকে সুরক্ষিত ভাবার কারণ নেই।

রাজীব গান্ধীর মৃত্যুর ২৭ বছর পর সেসব দিনের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘বছরের পর বছর ধরে আমি আর প্রিয়াঙ্কা ক্ষত-বিক্ষত হয়েছি। মর্মান্তিক সে ঘটনা আমাদের সহ্য করতে হয়েছিল। কিন্তু হত্যাকারীদের আমরা ক্ষমা করে দিয়েছি।‘

রাজনীতিতে জীবনের ঝুঁকির বিষয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে সভাপতি রাহুল বলেন, রাজনীতিতে প্রায়ই অদৃশ্য শক্তির মুখোমুখি হতে হয়। কখন যে আঘাত আসবে, তা বোঝাই যায় না।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর