Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধা:  গাইবান্ধার সাঘাটা উপজেলায় চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। ঘটনায় অভিযুক্ত ৯ বছরের এক বালককে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওই বালককে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন জানান, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ওই বালক তার প্রতিবেশী সাত বছরের শিশুকন্যাকে একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেই বাড়ির সিঁড়ির নিচে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বালক পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এখন শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় সাঘাটা থানায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হলে পুলিশ বালককে তার বাড়ি থেকে আটক করে আজ বিকালে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠায়। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু বলেন, বিষয়টি সাজানো। এছাড়া কন্যাশিশুকে স্থানীয় হাসপাতালে পরীক্ষা না করিয়ে রংপুরে নিয়ে যাওয়ার বিষয়টিও প্রশ্নবিদ্ধ।

গাইবান্ধা ধর্ষণ মামলা শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর