Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: দ্বিতীয় দফা লকডাউনে ইসরায়েল


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৬

নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মুখে ইসরায়েলজুড়ে দ্বিতীয় দফা লকডাউন আরোপ আরোপ করা হয়েছে। খবর সিএনএন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া লকডাউন অন্তত তিন সপ্তাহ বলবৎ থাকবে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।

এদিকে, লকডাউন চলাকালীন ইসরায়েলের অধিবাসীদের নিজ বাড়ির ৫০০ মিটারের মধ্যে অবস্থান করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। একসঙ্গে ১০ জনের বেশি মানুষ জড়ো হওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়াও, সকল শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্টুরেন্ট, হোটেল, জিমনেসিয়াম, বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

অপরদিকে, ইহুদি নববর্ষের অনুষ্ঠানকে সামনে রেখে ইসরায়েলের অনেকেই এই লকডাউন আরোপের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমনকি, এই লকডাউন আরোপের সিদ্ধান্ত ইহুদিদের ধর্মানুভূতির সঙ্গে অবমাননা –  এমন অভিযোগ তুলে ইসরায়েলের আবাসনমন্ত্রী পদত্যাগও করেছেন।

পাশাপাশি, দ্বিতীয় দফা লকডাউন আরোপ করায় প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজধানী তেল আবিবে বিক্ষোভ দেখিয়েছে কয়েক হাজার মানুষ। তাদের দাবি, এই লকডাউন আরোপ করার মধ্য দিয়ে ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ইসরায়েলে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯৩৩ জন। একই সময়ে দেশটিতে এক হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে।

ইসরায়েল কোভিড-১৯ নভেল করোনাভাইরাস লকডাউন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর