Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ‍ুর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি দাবি হিন্দু মহাজোটের


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৯

ঢাকা: দ‍ুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছেন ঢাকা জেলা জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপু‌রে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানান তারা।

হিন্দু মহাজোটের নেতারা বলছেন, দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। দুর্গা পূজায় পাঁচ দিনের আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে ছুটি মাত্র একদিন। ফলে কারও পক্ষে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা সম্ভব হয় না।

‘তাই দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি আমাদের প্রাণের দাবি। এবারের পূজা থেকেই তিন দিনের ছুটি কার্যকরের দাবি করছি,’— বলেন বক্তারা।

হিন্দু মহাজোটের ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট উজ্জল কুমারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোপাল পাল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন বর্মণ, সাংগঠনিক সম্পাদক সুজন সরকার, দফতর সম্পাদক সুমন কর্মকারসহ অন্যরা।

তিন দিন ছুটি দাবি দুর্গা পূজা হিন্দু মহাজোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর