Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর যানচলাচল


১৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৯

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের ঢাকা-রাজশাহী রেল রুটের মৌচাক এলাকায় উত্তরবঙ্গগামী তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৭ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনগুলো। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, গেল রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী তেলবাহী একটি মালগাড়ি মৌচাক এলাকায় পৌঁছানোর পর একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী রেলরুটের প্রায় এক কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।  বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ধুমকেতু, সুন্দরবন, একতা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন শ্রেণী-পেশার যাত্রীরা। রেলের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত এবং লাইনচ্যুত ট্রেন সরিয়ে ফেলার পর সকাল সাড়ে নয় টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

গাজীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর