Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়িতে ছুরিকাঘাতে বাস কাউন্টারের ম্যানেজারের মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০২০ ১১:০৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১১:২০

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি ধলপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আক্তার হোসেন সিকদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর)  ভোরে সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি কুমিল্লা মুক্তিনগর মাইনকারচর গ্রামে। দুই ছেলে ও পরিবার নিয়ে ধলপুর লিচু বাগান এলাকায় একটি বাসায় ভাড়া  থাকতেন।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা ইয়াসিন সুলতান রাকিব জানান, তার চাচা গোলাপবাগে যাতায়াত পরিবহনের বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন। আজ ফজরের নামাজের আগেই তিনি বাসা থেকে বের হন গোলাপবাগ বাস কাউন্টারে যাওয়ার জন্য। বাসার অদূরে গেলেই ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে  দেখতে পেয়ে বাসায় খবর দেয়। এরপরই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে কাউন্টারের আনুমানিক ২০/৩০ হাজার টাকা ছিলো বলে ধারণা রাকিবের।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

ছিনতাইকারী ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর