Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় কারাগারে আরও ৪


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫

ঢাকা: রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির গ্রেফতার আরও চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দুই দফায় রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি) এর পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)।

আসামিদের গত ১১ সেপ্টেম্বর দুইদিন এবং ১৪ সেপ্টেম্বর চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উত্তরা আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউিনট (সিটিটিসি)।

পল্টন বোমা হামলা রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর