Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন


১৯ সেপ্টেম্বর ২০২০ ২১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। লাহুড়িয়ায় স্বাস্থ্য শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ৫২শতক জমির ওপর তিনতলা বিশিষ্ট এই ভবন নির্মাণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, সিভিল সার্জন ডা.মো.আবদুল মোমেন, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান সিকদার রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রসহ অন্যরা।

বিজ্ঞাপন

নির্মাণ কাজ ভিত্তিপ্রস্তর স্থাপন মা ও শিশু কল্যাণ কেন্দ্র লোহাগড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর