Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০২০ ২২:৪২

রাঙ্গামাটি: পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার রাইখালী ইউনিয়নে এ দুর্ঘটনাগুলো ঘটে।

পানিতে ডুবে মৃতেরা হলো— চন্দ্রঘোনা রেশম বাগান এলাকার এনামুল হকের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের মেয়ে মাকসুদা আক্তার (১১) ও রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুল হকের ছেলে মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রাইখালী ইউনিয়নের দুর্গম পূর্বকোদালা খালে দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় মাকসুদা আক্তার ও হাফসা আক্তার। পরে স্থানীয় ডুবুরির মাধ্যমে চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী তিন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বলেন, দুইটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক। শিশুদের প্রতি আমাদের আরও বেশি যত্নবান হতে হবে। শিশুদের গতিবিধি সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে, তা না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব না।

প্রতীকী ছবি

কাপ্তাই উপজেলা পানিতে ডুবে মৃত্যু রাইখালী ইউনিয়ন


বিজ্ঞাপন
সর্বশেষ

৫০-এ ‘এমন যদি হতো’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩০

আদালতে হিরো আলমের ওপর হামলা
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৯

সম্পর্কিত খবর