ক্ষতিপূরণের দাবিতে তাজরিনের আহত শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন
১৯ সেপ্টেম্বর ২০২০ ২৩:১০
ঢাকা: তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত পোশাক শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এতে ভুক্তভোগী শ্রমিকদের প্রায় ২০টি পরিবার অংশ নেয়।
কর্মসূচিতে শ্রমিকরা বলেন, তাজরিন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকরা এখন বিনা উপার্জনে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়িতে থাকার কোনো পরিবেশ নেই। অনেকের পরিবারে অন্য কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। অগ্নিকাণ্ডের পর থেকে অসুস্থতায় অন্য কোনো কাজও করা সম্ভব হয় না। তাই শিগগিরই আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানান তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন প্রতিষ্ঠানটির শ্রমিক নাছিমা আক্তার। তিনি বলেন, ‘আমাদের এখন বাড়িঘর নেই, বলা যায় পুরো ভূমিহীন। মেরুদণ্ডের সমস্যার কারণে অন্য কোথাও কাজও করতে পারি না। আগে বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতাম, এখন সেটিও বন্ধ। করোনার সময় আমাদের সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।’
নিজের ছোট্ট শিশুকে বুকে নিয়েই কর্মসূচিতে যোগ দিয়েছেন শ্রমিক হালিমা খাতুন। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে আহত হওয়ার পর বড় অপারেশনের ফলে এখন আর সেভাবে কোনো কাজ করতে পারি না। আমাদের সমস্যার কথা বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিক সংগঠন ও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানিয়েছি, কিন্তু কোনো ফলাফল পায়নি। শুনেছিলাম কিছু সাহায্য এসেছিল, সেগুলোও নেতারা লুটপাট করেছেন। এখন আমরা কোনো কাজ করতে পারি না। নিজের বাচ্চার খাবার জোগাড় করতেও হিমশিম খেতে হয়। ’
অপর শ্রমিক আনিস আহমেদ বলেন, ‘সেসময় চিকিৎসার পর আমাদের পুনর্বাসনের কথা থাকলেও এখনও তা হয়নি। কোম্পানির বিভিন্ন বায়ারও সেসময় আমাদের সাহায্যের কথা বলেছিলেন। কিন্তু আমরা সেটিও পাইনি। সব মিলিয়ে আমরা এখন দুর্বিষহ জীবনযাপন করছি।’
কর্মসূচি থেকে ক্ষতিগ্রস্ত এসব শ্রমিককে দ্রুত সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার করতে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়।
অগ্নিকাণ্ড অবস্থান কর্মসূচি আহত ক্ষতিপূরণ তাজরিন ফ্যাশন পুনর্বাসন সুচিকিৎসা