Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ


২০ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৯

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়ায় স্টিল মিলে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছেন।

শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কোনাপাড়া স্টিল মিলে এই ঘটনা গটে। দগ্ধ ব্যক্তিরা হলেন— আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫), ইমরান হোসেন শান্ত (২৩), জনু ব্যাপারী (৪০) দিদার হোসেন (২৭)।

আল আমিন বলেন, রাতে তারা ৯জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চারদিকে ছিটকে পড়তে শুরু করে। তখন তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান। গলিত লোহা তার শরীরে পড়তে থাকে।

তিনি বলেন, আমরা সবসময় যেভাবে কাজ করি সেই ভাবেই রাতেও কাজ করছিলাম। তবে কেন ভাট্টির ভেতরে বিস্ফোরণ হলো তা বলতে পারছি না।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এই ঘটনায় তিন জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আল আমিনের শরীরের ২৮শতাংশ, জসিম উদ্দিনের ২০ শতাংশ ও ইয়ার হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন জনু ব্যাপরী ও দিদার হোসেন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ডেমরা শ্রমিক দগ্ধ স্টিল মিলে বিস্ফোরণ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর