Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষি খাতে ঋণ প্রণোদনার মেয়াদ বাড়লো


২১ সেপ্টেম্বর ২০২০ ০০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারের ঘোষিত কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ প্রণোদনা প্যাকেজের সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্ধিত সময় অনুয়ায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারবে। এর আগে এই সময়সীমা ছিল ৩০ সে‌প্টেম্বর পর্যন্ত।

রোববার (২০ সে‌প্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়ে‌ছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ কৃষি খাতের পূর্ণগঠনে পাঁচ হাজার কোটি টাকার ‘কৃষি খাতের জন্য বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ নামের একটি বিশেষ তহবিল গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। ১৮ মাস (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) মেয়াদী কৃষি ঋণের সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ।

এ স্কিমের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত এক শতাংশ সুদহারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। এই সুদের হার চলমান ও নতুন গ্রাহক উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

ঋণ প্রণোদনা কৃষি খাত বাড়লো বাংলাদেশ ব্যাংক মেয়াদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর