Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিনসহ ১৭ জনকে কারণ দর্শানোর নির্দেশ


১১ মার্চ ২০১৮ ১৯:১৮

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিন খানসহ ১৭ জনের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ মার্চ) ঢাকার সিনিয়র সহকারী জজ সাভার আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের পেশকার শেখ রিফাত এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার প্রধান বিবাদী তুহিন খান সাভার প্রেসক্লাবের সভাপতি পদপ্রার্থী। বাদী মিঠুন সরকারও সভাপতি পদে নির্বাচন করতে চান। মিঠুন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করলে হারার আশঙ্কায় তুহিন খান অন্যদের সঙ্গে যোগসাজশ করেন এবং মিঠুনকে সাধারণ সম্পাদক পদ ও আজীবন পদ থেকে গত ১৭ ফেব্রুয়ারি বহিষ্কার করেন।

এরপর বিবাদীরা গত ৫ মার্চ তাড়াহুড়ো করে প্রেসক্লাব নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করেন। এ ঘটনায় বাদী সাভার সহকারী জজ আদালতে গত ৮ মার্চ বহিষ্কারের বিষয় এবং নির্বাচন কমিশন গঠন বেআইনি দাবি করে মামলা দায়ের করেন।

অভিযুক্ত আসামীদের মধ্যে রয়েছেন প্রেসক্লাবের সহসভাপতি আরিফুর রহমান, সহসভাপতি তায়েফুর রহমান, যুগ্মসম্পাদক পার্থ চক্রবর্তী ও অর্থ সম্পাদক আসাদুজ্জামান নিয়ামত।

সারাবাংলা/এআই/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর