Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ মামলার আসামি নুর


২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:০৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১৬:৫৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় আসামি করা হয়েছে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরকে। মামলার তিন নম্বর আসামি নুরের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলায় নুরসহ মোট ছয় জনকে আসামি করেছেন ওই শিক্ষার্থী।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় এই মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ হোসেন।

বিজ্ঞাপন

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। মামলার দ্বিতীয় আসামি সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ। ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরকে ধর্ষণের সহায়তাকারী হিসেবে অভিযুক্ত করে তিন নম্বর আসামি করা হয়েছে। অভিযুক্ত বাকি তিন জন হলেন— মো. সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকি।

ওসি কে এম আশরাফ হোসেন বলেন, ‘গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নুরসহ মোট ছয় জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

টপ নিউজ ধর্ষণ নুর মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর