Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংগঠনিক কার্যক্রম জাতীয় কাউন্সিলের অংশ: গয়েশ্বর


২১ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৭

ঢাকা: টানা পাঁচ মাস বন্ধ থাকার পর বিএনপির সাংগঠনিক কার্য্ক্রম ফের শুরু করার বিষয়টিকে জাতীয় কাউন্সিলের অংশ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সাংগঠনিক কার্য্ক্রম কাউন্সিলের একটি অংশ। অর্থাৎ আমাদের দেশব্যাপী প্রতিটি জেলা-উপজেলা বা থানার যতগুলো ইউনিট আছে, সেগুলোর কমিটি কাউন্সিলের আগেই শেষ করতে হয়। আমাদের সেই কাজটা শুরু হয়েছে। বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের পরিস্থিতিতে আমরা কখন কাউন্সিল করার সুযোগ পাব, জানি না। তবে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, অপেক্ষা করতে হবে। একটা সময় কাউন্সিল হবে।’

তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলের কাউন্সিল ভার্চুয়াল বা অনলাইনে হয় না। কাউন্সিল মানে ব্যাপক কর্মযজ্ঞ। প্রায় চার হাজারের মতো কাউন্সিলর আছে আমাদের। তার পর ডেলিগেট। আমাদের কাউন্সিলে লাখ লাখ লোক সমবেত হয়। সবকিছু বিবেচনায় রেখে আমাদের এগোতে হবে।’

করোনাভাইরাস সংক্রামণের বিষয়টি তুলে ধরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ‘কোভিড-১৯-এর কারণে স্বাস্থ্যবিধি মানা এবং মানুষের জীবনে যে ঝুঁকি, সবকিছু মোকাবিলার ক্ষেত্রে আমাদের প্রত্যেককে প্রত্যেকের স্বার্থে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। আমি নিয়ম মানছি শুধু আমার স্বার্থে না, আরেকজনেরও স্বার্থে। এখন যে স্বাস্থ্যবিধি আছে, সেখানে আমাদের সাংগঠনিক কার্যক্রম জোরেশোরে করার সুযোগ কম। তারপরও কাজ শুরু করেছি।’

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী তরুণ দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির আহ্বায়ক সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

কাউন্সিল গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় কাউন্সিল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর