Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ের উচ্ছেদ অভিযানে কোটি টাকার ভূসম্পত্তি উদ্ধার


২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ পৌনে এক বিঘা জমি উদ্ধার করে দখলমুক্ত করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ। জায়গাটি প্রায় এক যুগ ধরে প্রভাবশালীদের দখলে ছিল বলে রেলওয়ে সম্পত্তি বিভাগ লালমনিরহাট জানিয়েছে।

রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা পুর্নেন্দু দেব জানান, ওই জায়গাটি এমএস কুদ্দুস নামে এক ব্যক্তি রেলওয়ের কাছ থেকে লাইসেন্স নিয়েছিল। ২০০৮ সালে সেই লাইসেন্স বাতিল করে রেলওয়ে। এর প্রেক্ষিতে দায়ের হওয়া মামলা নিস্পত্তি হওয়ায় রেলওয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বলে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন।

ওই জমির পরিমাণ ১০ হাজার স্কায়ার ফুট। অভিযানে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনসহ রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর