শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়
২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩২
ঢাকা: করোনাভাইরাস মহামারিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘এ বিষয়ে মন্ত্রিসভায় সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।’
সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান তিনি। সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়গুলো নিজ নিজ প্রস্তুতি নিয়ে রেখেছে। সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তারা যখন মনে করবে তখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে। তবে এ বিষয়ে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়নি।’
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সচিবালয় থেকে মন্ত্রিরা অনলাইনে যুক্ত হন।
উল্লেখ্য, গত করোনাভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত থাকবে বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত রয়েছে। স্থগিত হয়ে আছে এসএসসি ও সমমানের পরীক্ষাও।
করোনাভাইরাস মন্ত্রিসভা শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মন্ত্রণালয়