Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবি’র অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্বে রেজিস্ট্রার


২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৪ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৮

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্য পদ শূন্য হওয়ায় পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

শেখ রেজাউল করিম ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন।

অন্তর্বতীকালীন উপাচার্য রেজিস্ট্রার শেকৃবি শেখ রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর