Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিডি কাস্টমসে ঘোষণা বর্হিভুত ও আমদানি নিষিদ্ধ বিয়ার আটক


২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৫

ঢাকা: রাজধানীর আইসিডি কাস্টমস কর্তৃপক্ষ বিপুল পরিমাণ ঘোষণা বর্হিভুত রেডিমেড গার্মেন্টস পণ্য ও আমদানি নিষিদ্ধ বিয়ার আটক করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিডি কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম।

তিনি জানান, ঘোষণা বর্হিভুত এবং আমদানি নিষিদ্ধ পণ্য আটক করা হয়েছে। এছাড়া ঘোষণার বাইরে ১৫টি পণ্য ছিল। যা আমরা আটক করেছি। সবমিলিয়ে ৬০ লাখ টাকার মতো রাজস্ব ফাঁকি উদ‌ঘাটন করেছি। আমদানিকারক প্রতিষ্ঠান ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে কাস্টমস সূত্রে জানা গেছে, ঘোষণা ছিল মেশিনারিজের। রাজধানীর উত্তরার আমদানিকারক প্রতিষ্ঠান জেঅ্যান্ডসি ট্রেডিং অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। প্রতিষ্ঠানটি চীন থেকে মেশিনারিজ ঘোষণায় ১৪ হাজার ৫০০ কেজি পণ্য আমদানি করে। এসব পণ্য খালাসের জন্য ১৬ সেপ্টেম্বর সিঅ্যান্ডএফ এজেন্ট ফিরোজ এন্টারপ্রাইজের মাধ্যমে বিল অব এন্ট্রি দাখিল করে। সোমবার কাস্টমস কর্মকর্তারা কায়িক পরীক্ষা করতে গিয়ে কর্মকর্তারা দেখতে পায়, কন্টেইনারের মধ্যভাগে দুটি বড় কাঠের ক্যারেটে দুই সেট মেশিনারিজ। অধিকতর নিশ্চিত হওয়ার জন্য কর্মকর্তারা কন্টেইনারের ভেতর থেকে কাঠের ক্যারেট দুইটি নামানোর জন্য বলে।

নামানোর পর দেখা যায়, কন্টেইনারের শেষভাগে আরো তিনটি ছোট কাঠের ক্যারেট এবং অনেক ছোট বড় কার্টুন। ছোট তিনটি ক্যারেট খোলার পর এর ভেতর থেকে ঘোষণা বর্হিভূত বেশ কিছু পণ্য পাওয়া যায়। যার মধ্যে রয়েছে ৪৫০ পিস ইউপিএস চার্জার, ৬ হাজার ৮৪০ পিস রেডিমেড গার্মেন্টস (লেডিস সিনথেটিক টাউজার), ৩৬০ পিস (১৮০ লিটার) বিয়ার ক্যান, ২৪০ লিটার স্পিট জাতীয় তরল পদার্থ, ৪৭৭ কেজি ইগনেশন সুইচ, ৫২ কেজি কানেক্টিং ক্যাবল, ৫২০ পিস ট্রাইমার, ১১২ পিস সিরামিক মগ, ৭৯৫ কেজি মাস্ক, ৯৩৬ কেজি সুইচ সকেট পার্টস, ৬ পিস অটোমেটিক লাইন ডায়ার, ১৫৪ কেজি পিভিসি পাইপ, ৩৫০ কেজি এসি কনট্রাক্টর, ১১০ কেজি বেইস ক্যাপ, ১ হাজার ৫৪৭ কেজি লোডেড পিসিবি ফর বাল্ব ও ১ হাজার ২৫৬ কেজি এসএমডি প্রভৃতি।

বিজ্ঞাপন

আটক ঘোষণা বিয়ার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর