Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্যের সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হবে’


২১ সেপ্টেম্বর ২০২০ ১৯:২২

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজির গাড়িচালক আব্দুল মালেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান। সেইসঙ্গে এ খাতের সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনুসন্ধান করার কথাও জানিয়েছেন তিনি। বলেছেন, দুর্নীতি করে কেউ পার পাবে না। সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আব্দুল মান্নান বলেন, ‘দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই। যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শক্ত অবস্থানে রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালকের গাড়িচালক এখনও কেন বরখাস্ত হচ্ছে না সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরে জানতে চাওয়া হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার বিকেলে তুরাগের বামনারটেক এলাকার একটি সততলা ভবন থেকে স্বাস্থ্য অধিদফতরের সাবেক ডিজির গাড়িচালক আবদুল মালেককে গ্রেফতার করে র‌্যব। অবৈধ অস্ত্র, জাল নোটের ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতারের পর তৃতীয় শ্রেণির এই কর্মচারীর বিপুল সম্পদের খোঁজ পেয়েছে আইন শৃঙ্খলাবাহিনী।

অনুসন্ধান দুর্নীতিবাজ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যসচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর