Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের ফ্লাইট পরিচালনার অনুমতি দিল সৌদি আরব


২১ সেপ্টেম্বর ২০২০ ২২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সৌদি আরব আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেন বাংলাদেশ বিমানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন।

বিমানের সিইও বলেন, ‘সৌদি সরকার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও বিমানের আসন বরাদ্দের আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু এখন পর্যন্ত ল্যান্ডিং পারমিশন পাওয়া যায়নি। ফলে যাত্রীদের আসন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। ল্যান্ডিং পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীদের অবহিত করা হবে।’

তিনি জানান, ফ্লাইট ঘোষণার আগে কাউন্টারে অহেতুক ভিড় না করার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। যে সকল যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ দেওয়া হবে। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না। আসন বরাদ্দের বিস্তারিত তথ্য আগামীকাল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

অনুমতি পরিচালনা বিমানের ফ্লাইট সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর