Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ালটন হাই-টেক পার্কের লেনদেন শুরু বুধবার


২১ সেপ্টেম্বর ২০২০ ২২:২৯

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন। ওয়ালটন হাইটেক পার্কের ট্রেডিং কোড হবে ‘waltonhil’ এবং কোম্পানি কোড ১৩২৪৮। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএসই সূত্র জানায়, গত ২৩ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটিকে আইপিওর অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি বুক-বিল্ডিং পদ্ধতিতে ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি সাধারণ শেয়ার প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ইস্যু করছে। এর মধ্যে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি সাধারণ শেয়ার বিডিংয়ে মাধ্যমে দেওয়া হয়েছে। অবশিষ্ট ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি সাধারণ শেয়ার ২৫২ টাকা মূল্যে সাধারণ বিনিয়োগকারীর (অনিবাসী বাংলাদেশিসহ) কাছে বিক্রির জন্য আইপিও আবেদন সংগ্রহ করা হয়। গত ৯ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার পেতে আইপিওতে আবেদন করেন সাধারণ বিনিয়োগকারীরা।

বিজ্ঞাপন

সূত্র জানায়, সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিতি ছিল ৩৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার। এই শেয়ার পেতে বিনিয়োগকারীদের কাছ থেকে ৩৭৪ কোটি ৪৩ লাখ টাকার আবেদন পড়ে। আইপিওতে শেয়ারের তুলনায় আবেদন ৯ দশমিক ৫৯ গুণ বেশি পড়ায় লটারির মাধ্যমে শেয়ার বিক্রি করা হয়। আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০ কোটি টাকা উত্তোলন করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাব পরিচালনায় ব্যয় করা হবে।

সূত্র জানায়, গত ৭ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়ালটন হাইটেক পার্ককে বিডিংয়ে অনুমোদন দেয়। এ অনুমোদনের ফলে কাট-অফ প্রাইস নির্ধারণে গত ২ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত ২৩৩ জন যোগ্য বিনিয়োগকারীরা বিডিংয়ে অংশ নেন। এসব বিনিয়োগকারী সর্বনিম্ন ১২ টাকা এবং সর্বোচ্চ ৭৬৫ টাকা করে ওয়ালটনের শেয়ার কেনার জন্য প্রস্তাব দেন। এর মধ্যে সব থেকে বেশি সংখ্যক যোগ্য বিনিয়োগকারী ওয়ালটনের প্রতিটি শেয়ারের জন্য ২১০ টাকা দাম প্রস্তাব করেন। তবে বিডিংয়ে বরাদ্দকৃত ৬০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ারের জন্য ৩১৫ টাকার ওপরে বিডিং হয়। ফলে কাট-অফ প্রাইস হিসেবে ৩১৫ টাকা নির্ধারিত হয়েছে।

বিজ্ঞাপন

সর্বশেষ ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুনঃমূল্যায়ন সঞ্চিতিসহ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৪৩ টাকা ১৬ পয়সা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদমূল্য ১৩৮ টাকা ৫৩ পয়সা।গত পাঁচ অর্থবছরের ভারিত গড়হারে শেয়ারপ্রতি আয় ২৮ টাকা ৪২ পয়সা।

ওয়ালটন লেনদেন হাইটেক পার্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর