Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা সংকটাপন্ন’


২২ সেপ্টেম্বর ২০২০ ০০:১০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১১:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন আইনমন্ত্রী  অ্যাডভোকেট আনিসুল হক। সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিএমএইচে ভর্তি অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী আনিসুল হক সারাবাংলাকে এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অবস্থা ততটা ভালো নয়। উনি তো কোভিড পজিটিভ ছিলেন। বয়স হয়েছে। এখন অবস্থা বেশ ক্রিটিক্যাল। সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ সেপ্টেম্বর জ্বর নিয়ে সিএমএইচে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সেখানে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

পরিবার সূত্রে জানা গেছে, এর মধ্যে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে হার্ট অ্যাটাক হলে তাকে দ্রুত আইউসিইউতে স্থানান্তর করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) তার পরিবার জানিয়েছিল, করোনামুক্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনিসুল হক আইনমন্ত্রী করোনায় আক্রান্ত চিকিৎসাধীন টপ নিউজ মাহবুবে আলম সিএমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর