Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পদ বণ্টনে হিন্দু-বৌদ্ধ নারীদের সমান অধিকার চেয়ে আইনি নোটিশ


২২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫১

ঢাকা: স্বামী বা পিতা-মাতার সম্পত্তিতে হিন্দু ও বৌদ্ধ নারীদের সমান অধিকার চেয়ে আইন প্রণয়নে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী তনয় কুমার সাহা এ নোটিশ পাঠান।

কেবিনেট সচিব, আইন সচিব এবং ধর্ম সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।

পরে তনয় কুমার সাহা বলেন, ‘হিন্দু এবং বৌদ্ধ নারীদের সম্পত্তিতে অধিকার না পাওয়ার কারণ শুধুমাত্র ধর্মীয়। এটা লিঙ্গ বৈষম্যের কারণে নয়। সংবিধানের ২৭ এবং ২৮ অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের কথা বলা আছে। এছাড়া বাংলাদেশ কয়েকটি আন্তর্জাতিক কনভেনশনের সদস্য। ওইসব কনভেনশনের আর্টিকেলগুলোতে এটি বাস্তবায়নের কথা আছে।’

হিন্দু-বৌদ্ধ নারীদের সমান অধিকার বিষয়ে আইন করতে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আইনি নোটিশ সমান অধিকার সম্পদ বণ্টন হিন্দু-বৌদ্ধ নারী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর