Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে ভাতা দিচ্ছেন প্রধানমন্ত্রী’


২২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩৫

নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা চালু করেছেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাতার ব্যবস্থা করেছেন। এর আগে জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়াও রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু তারা পিছিয়ে পড়া মানুষের কথা চিন্তা করে নাই। বর্তমান বাজেটে ভাতার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মা‌ঠে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঠিক সিদ্ধা‌ন্তের কার‌ণে বাংলা‌দে‌শে ক‌রোনায় মৃত্যুর মি‌ছিল দেখা যায়নি। তারপরও করোনা প্রতিরোধে সবার স‌চেতন থাক‌তে হ‌বে। আমরা আশা করি, সবাই যদি একটু সচেতন হয়, স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে করোনাভাইরাস সংক্রমণ কমে যেতে পারে।

‌তি‌নি ব‌লেন, এমন একটা সময় আসবে আমরা ভাতা দেওয়ার লোক খুঁজে পাবো না। সেই লক্ষ্য নিয়ে দেশের উন্নয়ন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, জা‌তিরজনক বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধ সোনার বাংলা নির্মাণ করার। বাবার স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও যুদ্ধ করে যাচ্ছেন।

তিনি ভাতাভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান আপনাকে ভুলে যেতে পারে, আপনার স্বামী আপনাকে পরিত্যাগ করতে পারে কিন্তু জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ভুলে যায় নাই। আপনাকে ভাতা দিচ্ছে। এটা ভাতা মনে করবেন না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা। সবাই তার জন্য দোয়া করবেন। ভাতা বিতরণে দুর্নীতির সুযোগ নেই। আগামিতে মোবাইল বা ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা চলে যাবে। সবাই ভাতার টাকা সঠিকভা‌বে খরচ করবেন।

রূপগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সোলায়মান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার ‌মেয়র র‌ফিকুল ইসলাম, উপ‌জেলা যুবলীগের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক কার্যকরী সদস্য এমা‌য়েত হো‌সেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, কাঞ্চন পৌরসভা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক গোলাম রসুল ক‌লি, ভোলা‌বো ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক হাসান আশকারী, উপ‌জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, মুড়াপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান তোফা‌য়েল আহ‌মেদ আলমাস, দাউদপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সভাপ‌তি ফের‌দৌসী আক্তার, সাধারণ সম্পাদক সে‌লিনা আক্তার রিতা, মুড়াপাড়া সরকারী ক‌লেজ শাখা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি সাঈদ সো‌হেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুমসহ অনেকে। অনুষ্ঠা‌ন সঞ্চালনা ক‌রেন কাঞ্চন পৌরসভা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি আব্দুর রহমান লিটু।

বিজ্ঞাপন

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রধানমন্ত্রী ভাতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর