Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি প্রকল্পের কেনাকাটায় খেয়াল রাখতে মন্ত্রণালয়গুলোকে চিঠি


২২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৯

ঢাকা: সরকারি প্রকল্পে ব্যবহৃত সরঞ্জাম কেনাকাটায় অস্বাভাবিক বাজার মূল্য যাতে প্রদর্শিত না হয় সেদিকে খেয়াল রাখতে মন্ত্রণালয়গুলোকে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ‘মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাজেটে বরাদ্দকৃত ব্যয়সীমার মধ্যে প্রকল্প গ্রহণ’ শীর্ষক ছয়টি নির্দেশনাযুক্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় সংশ্লিষ্ট অর্থবছরে সিলিং বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করছে। ফলে সরকারের রাজস্ব আয়ের সঙ্গে চলমান প্রকল্পের বরাদ্দ সামঞ্জস্যতা থাকছে না। এছাড়া সিলিং বহির্ভূত প্রকল্প গ্রহণ করায় সব প্রকল্পে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেওয়াও সম্ভব হচ্ছে না।

প্রাক্কলন ও প্রক্ষেপণের বাইরে প্রকল্প গ্রহণ সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ন নয় জানিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ছয় বিষয়ে সজাগ থাকতে মন্ত্রিপরিষদ বিভাগ অনুরোধ করেছে।

নির্দেশনাগুলো হলো- মন্ত্রণালয় বা বিভাগুলোকে তাদের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় প্রাক্কলন ও প্রক্ষেপণের অর্থবছরে বরাদ্দের সিলিংয়ের মধ্যে থেকে প্রকল্প গ্রহণ করতে হবে। বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পের বাস্তবায়নের সম্ভাব্যতা আবশ্যিকভাবে যাচাই করতে হবে। প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অধিকতর সচেতনতা অবলম্বর করতে হবে, যাতে কোনো পণ্য বা দ্রব্যের অস্বাভাবিক মূল্য দেখানো হয়। জিটুজি ভিত্তিতে গৃহীত প্রকল্পে সরকারি অর্থর পরামর্শক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। প্রকল্প বাছাই বা অনুমোদনের সময় বিষয়গুলোতে অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে। রাষ্ট্রীয় ও জনগুরুত্বপূর্ণ বিশেষ প্রকল্পের ক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে আগেই অর্থ বিভাগের সম্মতি নিতে হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, সম্প্রতি সরকারি প্রকল্পে বিভিন্ন সহজলভ্য পণ্যের অস্বাভাবিক দাম নির্ধারণ নিয়ে বেশকিছু ঘটনা সামনে আসায় সংশ্লিষ্ট দফতরগুলোকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। ফলে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেনাকাটা খেয়াল মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সরকারি প্রকল্প

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর