Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকটকের কাছে তথ্য চেয়ে সাড়া পায়নি বাংলাদেশ


২২ সেপ্টেম্বর ২০২০ ২৩:২৭

ঢাকা: দু’টি অ্যাকাউন্টের তথ্য চেয়ে টিকটকের কাছে সাড়া পায়নি বাংলাদেশ। চলতি বছরের প্রথম ছয় মাসে টিকটকের কাছে এই তথ্য চেয়েছিল সরকার। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ওই দু’টি অ্যাকাউন্ট সম্পর্কে কোন তথ্য দেওয়া হয়নি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টিকটকের ওয়েবসাইটে প্রকাশিত ট্রান্সপারেন্সি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, মোট ৪২টি দেশ টিকটকের কাছে তথ্য চেয়ে অনুরোধ করেছে গত ছয় মাসে। এর মধ্যে সবচেয়ে বেশি ১২০৬টি তথ্য চায় ভারত। এর মধ্যে ৭৯ শতাংশ তথ্য টিকটক জানিয়েছে দেশটিকে।

এছাড়া যুক্তরাষ্ট্রের চাওয়া ২৯০টি তথ্যের ৮৫ শতাংশ, ইসরায়েলের চাওয়া ৪১টি তথ্যের ৮৫ শতাংশ, জার্মানির চাওয়া ৩৭টি তথ্যের ১৬ শতাংশ, যুক্তরাজ্যের চাওয়া ৩১টি তথ্যের ৫৮ শতাংশ, জাপানের চাওয়া ১৮টি তথ্যের ৪৪ শতাংশ, ফ্রান্সের চাওয়া ১৩টি তথ্যের ৫৪ শতাংশ, অস্ট্রেলিয়ার চাওয়া ১৩টি তথ্যের ৩১ শতাংশ, ইতালির চাওয়া ১২টি তথ্যের ২৫ শতাংশ ও কানাডার চাওয়া ১১টি তথ্যের ৭৩ শতাংশ তথ্য সংশ্লিষ্ট দেশগুলোকে টিকটক জানিয়েছে। বাকি দেশগুলো ১ থেকে ৮টি তথ্য চেয়েছে।

এদিকে, কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করায় এ বছরের প্রথম ছয় মাসে ১০ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৭১৯টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক। প্রতিষ্ঠানটি বলছে, এই সংখ্যা জানুয়ারি থেকে জুন পর্যন্ত আপলোড হওয়া ভিডিওর এক শতাংশেরও কম। আর টিকটকের ১০ হাজার ৬২৫টি কনটেন্টের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গ করার অভিযোগ এসেছিল। যাচাইয়ের পর এর ৮৯ দশমিক ৬ শতাংশ কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে।

টিকটক বলছে, বছরের প্রথম ছয় মাসে যেসব ভিডিও সরিয়ে ফেলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভিডিও ভারতীয়দের। এ সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ৮২ হাজার ৯২৪টি, যা মোট ভিডিও’র এক-তৃতীয়াংশের বেশি— ৩৬ শতাংশ। এছাড়া যুক্তরাষ্ট্রের ৯৮ লাখ ২২ হাজার ৯৯৬টি, পাকিস্তানের ৬৪ লাখ ৫৪ হাজার ৩৮৪টি, ব্রাজিলের ৫৫ লাখ ২৫ হাজার ৭৮৩টি ও যুক্তরাজ্যের ২৯ লাখ ৪৯ হাজার ৬২০টি ভিডিও সরিয়ে ফেলেছে টিকটক।

টিকটকের সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩০ দশমিক ৯ শতাংশ নগ্নতা ও যৌনতা সম্পর্কিত নীতিমালা ভঙ্গ করেছে। বাকি ভিডিওগুলোর মধ্যে ২২ দশমিক ৩ শতাংশ অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা, ১৯ দশমিক ৬ শতাংশ বেআইনি কার্যক্রম, ১৩ দশমিক ৪ শতাংশ আত্মহত্যা বা বিপদজনক কর্মকাণ্ড ও ৮ দশমিক ৭ শতাংশ ভিডিও সহিংসতাজনিত কারণে সরিয়ে ফেলা হয়েছে।

টিকটক ট্রান্সপারেন্সি রিপোর্ট তথ্য চাওয়া


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর