লক্ষ্মীপুরে ৩ ইউপির উপনির্বাচন: আ.লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত
২৩ সেপ্টেম্বর ২০২০ ০৯:২৫
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর তিনটি উপজেলার তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দল দুটির সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২০ অক্টোবর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ, রামগঞ্জ উপজেলার ইছাপুর ও রায়পুরের কেরোয়া ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর,যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদগুলো শূন্য রয়েছে। এছাড়া একইদিন ওয়ার্ড পর্যায়ে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলার ভবানীগঞ্জ ৯ নম্বর ওয়ার্ড ও কমলনগর উপজেলার চর কাদিরা ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্ধারিত তারিখে ভোট নেওয়া হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু জানান, দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সোমবার লক্ষ্মীপুর জেলার তিনটি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। তারা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে নুরুল আমিন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে শাহনাজ আক্তার ও রায়পুর উপজেলার কোরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড.হাছিবুর রহমান জানান, বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই এ পর্যন্ত সুষ্ঠু হয়নি। তাই দলের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহী নন। তারপরও দলীয় সিদ্ধান্তে দুটি ইউপিতে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তারা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউপিতে ওই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পদক তোফায়েল আহাম্মেদ এবং রায়পুর উপজেলার কেরোয়া ইউপিতে ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সরকার।
জেলা নির্বাচন অফিসার মো.নাজিম উদ্দিন জানান, জেলার তিনটি ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান ও দুটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২০ অক্টোবর ভোট নেওয়া হবে। এজন্য স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসাররা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। ২০ অক্টোবর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৩ ইউপি আওয়ামী লীগ উপনির্বাচন প্রার্থী চূড়ান্ত বিএনপি লক্ষ্মীপুর