জাহালমকাণ্ড: ক্ষতিপূরণ নিয়ে রুলের রায় ২৯ সেপ্টেম্বর
২৩ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৫
ঢাকা: পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানোর নিয়ে ক্ষতিপূরণবিষয়ক রুলের ওপর ২৯ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত কার্যতালিকায় মামলাটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। এই মামলাসহ ৫টি মামলার রায়ের জন্য বেঞ্চটি গঠন করা হয়। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বেঞ্চটি বসবেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘কজলিস্ট দেখলাম। মামলাটি রায়ের জন্য ২৯ সেপ্টেম্বর এক নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।’
গত ১২ ফেব্রুয়ারি রুলের ওপর শেষে মামলাটি সিএভি (অপেক্ষমাণ) রেখেছিলেন আদালত। অর্থাৎ যেকোনো দিন রায় ঘোষণার জন্য রাখা হয়।