Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মাস পর ওমরাহ চালু হচ্ছে ৪ অক্টোবর


২৩ সেপ্টেম্বর ২০২০ ১২:০২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৪:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে সাত মাস বন্ধ থাকার পর, আপাতত সৌদি আরবের অধিবাসীদের জন্য অক্টোবরের চার তারিখ থেকে ওমরাহ পালনের সুযোগ পুনরায় চালু করছে কর্তৃপক্ষ। খবর এসপিএ।

রাজকীয় সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, ৪ অক্টোবর থেকে দৈনিক ছয় হাজার সৌদি আরবের অধিবাসী ওমরাহ পালনের সুযোগ পাবেন। অক্টোবরের ১৮ তারিখ থেকে এই সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

এছাড়াও, নভেম্বরের ১ তারিখ থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য ওমরাহ পালনের সু্যোগ পুনরায় চালু করা হবে বলেও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে, এই বছরের হজের মূল আয়োজন সীমিত পরিসরে করার সিদ্ধান্ত নেয় সৌদি কর্তৃপক্ষ। ৩০ লাখ মানুষের বদলে এবার হজের আয়োজনে মাত্র কয়েক হাজার সৌদি আরবের অধিবাসী অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে, সৌদি আরবের সরকারি তথ্য অনুসারে, প্রতি বছর হজ এবং ওমরাহ আয়োজন করে দেশটি অন্তত ১২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে।

ওমরাহ কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর