মালেকের অবৈধ সম্পদের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সংশ্লিষ্ট নয়
২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৪
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আব্দুল মালেক এর বিপুল পরিমাণ সম্পদ থাকা এবং এর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও এর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে যে আলোচনা চলছে তার ব্যখ্যা দিয়েছে সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক ব্যাখ্যাপত্রে তাদের বক্তব্য তুলে ধরা হয়। স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালক ( প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে ২০১৯ সালের ২৪ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা করা হয়।
অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ওই অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। আর গাড়িচালক আব্দুল মালেককে ২০২০ সালের ১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেষণে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে নিয়োগ দেওয়া হয়।
প্রতিষ্ঠাকালীন থেকে এ এ পর্যন্ত নব গঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদফতর কর্তৃক কোনো প্রকার কেনাকাটা, নিয়োগ, পদায়ন বা পদোন্নতির কাজ করা হয়নি। কাজেই গাড়িচালক আব্দুল মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর এবং এই অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।
পত্রে আরও বলা হয়, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কোনো পরিবহন পুল নেই। ওই গাড়ি চালকের বিরুদ্ধে তোলা অভিযোগ তার ব্যক্তিগত।