Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫৪ হাজার রোহিঙ্গাকে নিতে সৌদির চাপ


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সৌদি আরব মিয়ানমারের নাগরিক ৫৪ হাজার রোহিঙ্গাকে নিতে বাংলাদেশকে চাপ দিচ্ছে। এই রোহিঙ্গারা ৮০ এবং ৯০ দশকে বিভিন্নভাবে সৌদি আরব গিয়েছিল। সৌদির এই চাপ সামলাতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার (২৩ সেপ্টম্বর) তার দফতরে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গাদের দুর্দশা দেখে ৮০/৯০ সালের দিকে ওই সময়ের সৌদি রাজা স্ব-প্রণোদিত হয়ে অনেক রোহিঙ্গাকেই তিনি তার দেশে নিয়ে যান। অনেকে সরাসরি চলে যান, অনেকে হয়তো বাংলাদেশ হয়েও গেছেন। আমরা এই ঘটনার বিস্তারিত জানি না।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি বলছে যে ওখানে ৫৪ হাজার রোহিঙ্গা আছেন এবং তাদের অনেকের আবার পরিবারও হয়েছে। তাদের ছেলেমেয়েরা জীবনে বাংলাদেশে আসেনি, তারা আরবিতে কথা বলে, বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। সৌদি সরকার প্রথম বলেছিলেন ৪৬২ জন রোহিঙ্গা জেলে আছেন, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার জন্য। আমরা সৌদিকে বলেছি, তারা বাংলাদেশি হলে অবশ্যই আমরা ফিরিয়ে আনব কিন্তু তার আগে আমরা যাচাই বাছাই করব। বাংলাদেশের নাগরিক হিসেবে তারা কোনো একটা প্রমাণ দিতে পারলে, আমরা অবশ্যই তাদেরকে ফিরিয়ে আনব।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমাদের মিশন সৌদি গিয়ে বিষয়টি যাচাই বাছাই করেছে। দেখা গেছে, অধিকাংশেরই বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণপত্র নাই। তারপর সৌদি আরও বললো, ৫৪ হাজারের মতো রোহিঙ্গা তাদের দেশে আছে। এদের কোনো পাসপোর্ট নেই। সৌদি তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার জন্য আমাদের বললো। আমরা বললাম, আগে যাদের পাসপোর্ট দিয়েছিলাম তাদের যদি আবার পাসপোর্ট লাগে তাহলে দেব কিন্তু নতুন কাউকে
পাসপোর্ট দেয়ার সুযোগ নাই। আবার এই রোহিঙ্গারা যদি আমাদের লোকই না হয় তাহলে কেন পাসপোর্ট দিব। এই বিষয়ে আমরা পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছি, তারা যাচাই বাছাই করে দেখবে।’

রোহিঙ্গা সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর