Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুদকের পদক্ষে জানতে চান হাইকোর্ট


২৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৮

ঢাকা: চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ’র বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধান চেয়ে করা আবেদনের বিষয়ে দুদক কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক মাসের মধ্যে দুদককে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

এক আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এমডি এ কে এম ফজলুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় দুদকের নিষ্ক্রীয়তা এবং পুনরায় নিয়োগের ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চট্টগ্রামের কোতোয়ালী থানার বাসিন্দা মো. হাসান আলী হাইকোর্টের এ রিট দায়ের করেন।

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন খান চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা।

পরে আবেদনকারীর আইনজীবী জানান, চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে এ কে এম ফজলুল্লাহ’র মেয়াদ বাড়ানোর সুপারিশ এবং তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা, আউটসোর্সিং নিয়োগের নামে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।

ওয়াসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর