Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে দুদকের পদক্ষে জানতে চান হাইকোর্ট


২৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহ’র বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধান চেয়ে করা আবেদনের বিষয়ে দুদক কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এক মাসের মধ্যে দুদককে এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

এক আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এমডি এ কে এম ফজলুল্লাহ’র বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় দুদকের নিষ্ক্রীয়তা এবং পুনরায় নিয়োগের ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে চট্টগ্রামের কোতোয়ালী থানার বাসিন্দা মো. হাসান আলী হাইকোর্টের এ রিট দায়ের করেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইকরাম উদ্দিন খান চৌধুরী। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. নওশের আলী মোল্লা।

পরে আবেদনকারীর আইনজীবী জানান, চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে এ কে এম ফজলুল্লাহ’র মেয়াদ বাড়ানোর সুপারিশ এবং তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা, আউটসোর্সিং নিয়োগের নামে বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।

ওয়াসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর