Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশম শ্রেণির শিক্ষার্থী নীলা হত্যা: সহযোগী আসামি সেলিম রিমান্ডে


২৪ সেপ্টেম্বর ২০২০ ০৮:৩০
ঢাকা: রাজধানীর সাভারে নীলা রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেফতার মিজানুরের সহযোগী সেলিম পহলানের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ( ২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এফ এম মারুফ চৌধুরী এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে এসময় আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে ফেরি পারপারের সময় সেলিম পহলানেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে গত ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গিয়ে নিকটস্থ তার নিজ পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সাভারের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সেলিম পালোয়ান (২৮) বাগেরহাট জেলার হাফেজ পালোয়ানের ছেলে।

বিজ্ঞাপন

আটক গ্রেফতার রিমান্ড শ্রেণি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর