Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরি ও অপচয় রোধে সোলার চার্জিং স্টেশন


১২ মার্চ ২০১৮ ০৯:১২

হাসান আজাদ, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিদ্যুৎ অপচয় ও চুরি রোধে সারাদেশে বিদ্যুৎ চালিত ইজিবাইকের জন্য সোলার চার্জিং স্টেশন স্থাপন করা হচ্ছে। এরইমধ্যে ১২টি স্টেশন স্থাপন করা হয়েছে। আরও ১০ স্টেশন স্থাপনের কাজ চলছে।

এসব স্টেশনের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর দুটি, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৮টি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজাপাডিকো)-এর একটি ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডেসকো) একটি চার্জিং স্টেশন স্থাপন করেছে।

এ ছাড়া টেকসই ও নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) দুটি চার্জিং স্টেশন চালু করেছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য জানান।

এদিকে, বিদ্যুৎ অপচয় রোধে এসব স্টেশন স্থাপন করা হলেও শুরু থেকে চট্টগ্রামে স্থাপিত চাজিং স্টেশনটি ব্যবহার করতে পারছেন না ইজিবাইকের (ব্যাটারিচালিত অটোরিকশা) মালিক-চালকরা।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস এ প্রসঙ্গে সারাবাংলাকে জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে ইজিবাকের জন্য সোলার চাজিং স্টেশন করার জন্য বলা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু স্টেশন স্থাপন করা হয়েছে। আরও অনেকগুলো স্থাপনের কাজ চলছে।

তিনি বলেন, বিদ্যুতের চুরি ও অপচয় রোধে ইজিবাইক ও অটোরিক্সা সোলার চার্জিং স্টেশন করা হচ্ছে। এর ফলে গ্রিডের উপর চাপ কমবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বিদ্যুতের অপচয় রোধে সৌর বিদ্যুৎ ব্যবহার করে ইজিবাইক চার্জিংয়ের জন্য সুনির্দিষ্ট স্টেশন স্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর থেকেই বিদ্যুৎ বিভাগ থেকে সকল কোম্পানিগুলোকে সরকার প্রধানের এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা জানান, ইজিবাইক ও ব্যটারি চালিত অটোরিকশা সবচেয়ে বেশি চলাচল করে জেলা শহর, মফস্বল শহর ও গ্রামে। এই কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চার্জিং স্টেশন করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।

প্রাতষ্ঠানটি এরইমধ্যে মোট ১৭৭ কিলোওয়াট ক্ষমতার ৮টি চার্জিং স্টেশন স্থাপন করেছে। এর মধ্যে কেরানীগঞ্জে ১টি, গাজীপুরের পুবাইলে ১টি, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ১টি, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১টি, কালিয়াকৈরে ১টি, ভালুকায় ১টি, ধামরাইয়ে ১টি এবং গোপালগঞ্জে ১টি চাজিং স্টেশন স্থাপন করা হয়েছে।

আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন সারাবাংলাকে বলেন, আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জেলা শহরে সোলার চার্জিং স্টেশন স্থাপন করছি। এখন যে স্টেশন স্থাপনের কাজ চলছে, সেগুলো শেষ হলে আরও নতুন নতুন জেলায় স্টেশন নির্মাণ করা হবে।

এ ছাড়া আরও ৬টি স্টেশন স্থাপনের কাজ চলছে। এগুলো হল- নাটোরের বাগমারা, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি একটি করে চার্জিং স্টেশন স্থাপন করবে। এগুলোর সম্মিলিত ক্ষমতা হচ্ছে ১২৬ কিলোওয়াট।

যশোরে ওজাপাডিকো একটি চার্জিং স্টেশন স্থাপন করেছে। এ ছাড়া বরিশাল ও খুলনাতে আরও দুটি স্টেশন স্থাপনের কাজ চলছে। স্রেডোর গাজীপুর ও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় দুটি স্টেশন স্থাপন করেছে। ডেসকো একটি স্টেশন স্থাপন করেছে। এ ছাড়া রাজধানীর উপকণ্ঠে বাউনিয়াতে ১৬ কিলোওয়াটের ক্ষমতার আরও একটি স্টেশন স্থাপনের জন্য দরপত্র আহবান করা হয়েছে। এতে তিনটি প্রতিষ্ঠান অংশ নেয়। এখন মূল্যায়নের কাজ চলছে। অন্যদিকে, ডিপিডিসি একটি স্টেশন নির্মাণের জন্য গত ১৮ জানুয়ারি স্থানীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পিডিবি চট্টগ্রাম সিলেটে দুটি চার্জিং স্টেশন স্থাপন করে। এর মধ্যে চট্টগ্রামেরটি স্থাপন করা হয় আগ্রাবাদ বিদ্যুৎ অফিসের ছাদে। ২০ কিলোওয়াট ক্ষমতার এই স্টেশনে শুরু থেকে ইজিবাইক ও অটোরিকশা চার্জিং করা যাচ্ছে না। শহরের প্রাণকেন্দ্রে বিদ্যুৎ অফিস হওয়ার কারণে এর আশপাশ এলাকায় ইজিবাইক ও অটোরিকশা চলাচলে ট্রাফিক পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে। এই কারণে এই স্টেশনটি ইজিবাইক ও অটোরিকশা মালিক-চালকরা ব্যবহার করতে পারছে না।

এই বিষয়ে পিডিবির চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার সেন সারাবাংলাকে বলেন, এই স্টেশনটি প্রথমে হালিশহরে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে জায়গা না পাওয়ার কারণে আগ্রাবাদে বিদ্যুৎ ভবনে স্টেশনটি স্থাপন করা হয়। তিনি জানান, এখন এই স্টেশনের বিদ্যুৎ আমরা নিজেরাই ব্যবহার করছি।

এ ছাড়া পিডিবির অন্য স্টেশনটি স্থাপন করা হয়েছে সিলেটের শেখঘাটে অবস্থিত বিদ্যুৎ অফিসের প্রাঙ্গণে। এটার উৎপাদন ক্ষমতা হচ্ছে ২০ কিলোওয়াট।

সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, দেশের সবখানেই জাতীয় গ্রিডের ১১ কেভি ইজিবাইক ও অটোরিকশা চার্জ করা হয়। এর সবটাই চুরি। এতে করে দৈনিক ছয় শ থেকে আট শ মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে। এই চুরি রোধ করতেই চাহিদার উপর ভিত্তি করে দেশের বিভিন্ন স্থানে সৌর বিদ্যুৎ নির্ভর চার্জিং স্টেশন করা হচ্ছে।

সারাবাংলা/এইচএ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর