Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাঋণের জন্য রাবির ৫৫০ শিক্ষার্থীর তালিকা ইউজিসিতে


২৪ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী বিশ্ববিদ্যালয়: করোনা মহামারিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং অনলাইনে শিক্ষা কার্যক্রম শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে অসচ্ছ্ল শিক্ষার্থীদের স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইস কিনতে শিক্ষাঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা চেয়েছিল ইউজিসি। এ পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর তালিকা জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এমএ বারী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এম এ বারী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসির কাছে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা পাঠানো হয়েছে। মোট ৫১ বিভাগ ও ২টি ইন্সটিটিউট থেকে তালিকায় প্রায় ৫৫০ জনের নাম দেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তালিকার সবাইকে সহায়তা দেওয়া হবে কি না?- জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘এটা আমি জানি না। যাদের তালিকা দেওয়া হয়েছে তারা সবাই পাবে কি না সেটার সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। তারা যাচাই-বাছাই করেই অসচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার ঋণ সহায়তা দেবে।’

ইউজিসি রাবি শিক্ষাঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর