‘অষ্টমে অটোপাস নয়, এইচএসসি নিয়ে আলোচনা হয়নি বৈঠকে’
২৪ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৩
ঢাকা: সব শিক্ষা বোর্ডের প্রধানরা বৈঠকে বসলেও সেখানে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ফলে কবে নাগাদ পরীক্ষা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
বৈঠক সূত্র সারাবাংলাকে এ তথ্য জানিয়েছে। সূত্র আরও জানিয়েছে, বৈঠকে অষ্টমের শিক্ষার্থীদের নবমে উত্তীর্ণ করা নিয়েও আলোচনা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের অটো প্রমোশন নয়, বিদ্যালয়গুলোতে নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ায় পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। মূল্যায়ন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের সভা কক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা বৈঠক করেন। বৈঠক শুরু হয় দুপুরে।
এর আগে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘এইচএসসি পরীক্ষা বিষয়ে আমরা বৈঠকে আলোচনা করব।’ তবে এখনো কোনো কিছুই নিশ্চিত নয় বলেও সারাবাংলাকে জানিয়েছিলেন তিনি।