Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১


১২ মার্চ ২০১৮ ১০:৩২

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কালু ডাকাত (৪২) নিহত হয়েছেন। তার বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা আছে বলে সারাবাংলাকে জানিয়েছেন র‍্যাবের এএসপি মিমতানুর রহমান।

রোববার (১১ মার্চ) সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

র‍্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে. কমান্ডার আশিকুর রহমান সারাবাংলাকে বলেন, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় অভিযান শুরুর পর কালু ডাকাত ও তার বাহিনী আমাদের ওপর গুলি ছোড়ে। আমরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ি। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে আমরা ঘটনাস্থলে কালু ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাই।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১৩টি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও রকেট ফ্লেয়ার উদ্ধার করেছে র‍্যাব।

কালু ডাকাতের মৃত্যুর মধ্য দিয়ে সীতাকুণ্ডের সলিমপুরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। র‍্যাব এবং চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের জন্য খুঁজছিল।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির সারাবাংলাকে বলেন, কালু ডাকাত জঙ্গল সলিমপুরের ত্রাস ছিল। তার একাধিক ডাকাত ও ছিনতাইকারী গ্রুপ আছে। সেই গ্রুপের মাধ্যমে নগরীতে ডাকাতি-ছিনতাই করে তারা চলে যেত সলিমপুরের জঙ্গলে।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর