প্রতিষ্ঠানিক ই-মেইল সুবিধা পাবেন রাবি শিক্ষার্থীরা
২৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৩৭
রাবি প্রতিনিধি: বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গবেষণা, গবেষণাপত্র প্রকাশ, আনলিমিটেড গুগল ড্রাইভ ব্যবহার, আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মগুলো থেকে একাডেমিক, ব্যবহারিক এবং ক্যারিয়ার বিষয়ক নানা সম্ভাবনাকে আরো ত্বরান্বিত করতে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক ই-মেইল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধার্থে প্রাতিষ্ঠানিক ই-মেইল দিতে আজ আমরা আলোচনা করেছি। আলোচনায় ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছি। আগামী রোববারে আমরা একটি কমিটি গঠন করব। কমিটির সদস্যদের নিয়ে যাবতীয় পরিকল্পনা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ করার পরে নূন্যতম ৬ মাস এই ই-মেইল ব্যবহারের বৈধতা দেওয়া হবে।’