Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে নিখোঁজের দু’দিন পর নদীতে মিলল ভ্যানচালকের লাশ


২৫ সেপ্টেম্বর ২০২০ ২৩:৫২

জয়পুরহাট: নিখোঁজের দু’দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হোপপীর হাট এলাকার হারাবতী নদী থেকে আবু হোসেন নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। নিহত আবু হোসেন জয়পুরহাট সদর উপজেলার কাদোঁয়া ঢোলপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

বিজ্ঞাপন

ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, বুধবার বিকেল আবু হোসেন ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেননি তিনি। ভ্যানচালকের মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মর্গে পাঠায়।

দু’দিন আগেই অটো ভ্যানটি ছিনতাইয়ের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করে নদীতে ভেসে দেওয়া হয়েছে বলে পুলিশ প্রথমিকভাবে ধারণা করছে।

পুলিশ ভ্যানচালকের মরদেহ মরদেহ উদ্ধার হারাবতী নদী