Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুলতানের নৌকায় আশ্রিত সেই মায়ের পাশে মাশরাফি


২৬ সেপ্টেম্বর ২০২০ ০৯:১৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ১৪:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: জমি লিখে নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার দুই ছেলের বিরুদ্ধে। বৃদ্ধা মা কোথাও ঠাঁই না পেয়ে চিত্রা নদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো আশ্রয় নেন।

সারাবাংলাসহ দেশের গণমাধ্যমগুলোতে এ সংবাদ প্রকাশিত হলে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

সরজমিনে গিয়ে জানা যায়, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী বড় ছেলে দেব কুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক হলো মায়ারানীর পাঁচ শতাংশ জমি দেবকুণ্ডু লিখে নেন। জমি লিখে নেওয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে তারা বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও ঠাঁই হয়নি মায়ারানীর। সেই থেকে এর বাড়ি, ওর বাড়ি করে বৃদ্ধার জীবন চললেও সর্বশেষ আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো মায়রানী আশ্রয় নেন।

আরও পড়ুন –

বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ালো ছেলে, আশ্রয় মিললো সুলতানের নৌকায়!

এস এম সুলতান ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা টপ নিউজ নড়াইল মায়ারারানী