লংকায় বাজে ডংকা
১২ মার্চ ২০১৮ ১০:১৬
মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তার সঙ্গে যুক্ত শ্রীলংকার দক্ষিণ উপকূলে একটা লঘুচাপ তৈরি হয়েছে। তবে সে শুধু তৈরি হয়েই বসে নেই। হাত পা ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রভাব বিস্তার করেছে।
এদিকে আকাশ আজও ঝকঝকে মেঘের নিশানাও সেখানে নেই। উল্টো মেঘ দেখতে আকাশের দিকে তাকালে সূর্য একদম বর্ষা বিঁধিয়ে দিবে চোখে, বাব্বা সে সকাল ৬টা ১১টা বাজে ঘুম থেকে উঠেছে, আমাদের সকাল মানে কি তার সকাল নাকি, সে এখন খুব আর্লি রাইজার! আর নিজের কাজের বিষয়ে ভীষণ সিরিয়াস।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বেশ গরম! তবে যেহেতু বাতাস শুষ্ক, আর্দ্রতা বেশ কম তাই গরম লাগলেও ঘাম হচ্ছে না। ঘাম হলেও তা শুকিয়ে যাবে গা চ্যাটচ্যাট করবে না।
আবহাওয়ারপূর্বাভাসে বলা হয়েছে দুদিনের মধ্যেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গ আর সিলেটে আজই হয়ে যেতে পারে। ঢাকায় হয়তো আজই হবে না তবে, বৃষ্টি আসন্ন।
সূর্যের আজকে ডিউটি শেষ ৬টা ৬ মিনিটে। চাঁদ আজ বেশ আলসে উঠবে সেই গভীর রাতে। তো মোটামুটি মাঝরাত পর্যন্ত ঝকঝকে তারা ভরা আকাশ দেখা যাবে।
শুভ হোক আজকের দিনটি। যে যার যার কাজ সাফল্যের সঙ্গে শেষ করুন!
সারাবাংলা/এমএ/